কলারোয়া উপজেলা প্রতিনিধি!
আজ ২ সেপ্টেম্বর ২০২৪ ডিলাইটেড ক্লাব (লাঙ্গলঝাড়া, কলারোয়া) এর উদ্যোগে খুলনা জেলার
পাইকগাছা থানার দেলুটি গ্রামে 50 টি পরিবারের মাঝে চাল, বস্ত্র, চিনি, মুড়ি, মশার কয়েল, স্যালাইন, ঔষধ, বিস্কুট, খেজুর, প্যাড সহ বিভিন্ন ধরনের উপকরণ উপহার হিসেবে প্রদান করা হয়।।
ডিলাইটেড ক্লাব একটি অরাজনৈতিক ও সমাজ সেবামূলক প্রতিষ্ঠান। এটি ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়। গত চার বছরে ফ্রী বাজার, রাস্তা সংস্কার, রক্ত বিতরণ, রোগীর চিকিৎসা সেবা সহ সকল ধরনের সামাজিক কাজের সাথে যুক্ত রয়েছে কিশোর ও যুবকদের এই ক্লাবটি।