শাহিন হাওলাদার বরিশাল প্রতিনিধি
বাকেরগঞ্জ উপজেলার প্রত্যেক ইউনিয়ন বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: সাইফুর রহমান।
নির্বাহী অফিসার জনাব মো:সাইফুর রহমান বাকেরগঞ্জ উপজেলার সর্বস্তরের নাগরিকবৃন্দকে ঈদ শুভেচ্ছা জানিয়ে বলেন, সাধারণ জনগণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিসহ সকলকে বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষে জানাই পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা।
ঈদে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন সুন্দর ও সুষ্ঠ থাকে এ বিষয়ে পুলিশ বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। ভালো ও সুস্থভাবে বাকেরগঞ্জবাসী ঈদ উদযাপন করবে, এই কামনা রইলো।
রমজানের দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নেক বান্দাদের জন্য ঈদুল ফিতর হলো আনন্দময় পুরস্কার। পবিত্র ঈদুল ফিতর আমাদের ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে সব মানুষকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দেয়। তাই সকল ভেদাভেদ ভুলে গিয়ে এবারের ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান। সেইসাথে সমাজের বৃত্তবানদের প্রতি আহ্বান জানান অসহায়-গরীবদের পাশে দাঁড়ানোর এবং তাদের যথাসাধ্য সাহায্য করা। সুখ-শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক বাকেরগঞ্জ উপজেলার প্রতিটি মানবের উপর। (ঈদ মোবারক)।