আমির হোসেন স্টাফ রিপোর্টার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে শিশু পরিবারের শিশুদের মধ্যে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের মিলাদ মাহফিল ও ইফতার বিতরণ করা হয়েছে।
রোববার বিকেলে শহরের হাসন নগরস্থ সরকারি শিশু পরিবারের বালিকাদের মধ্যে জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি লিখন আহমেদের উদ্যোগে অনুষ্ঠিত হওয়া আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট।
এসময় আরও উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সেন্টু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু সাঈদ আপন, কাউসার আহমেদ, লায়েছ আহমেদ, সাংগঠনিক সম্পাদক অনিক দাস, উপ-দপ্তর সম্পাদক সাদেক আহমদ, সহ-সম্পাদক আতাহার ফিদা লাবিব প্রমুখ।
সিনিয়র জেলা ছাত্রলীগের সহ-সভাপতি লিখন আহমেদ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন উপলক্ষ্যে ছাত্রলীগের পক্ষ থেকে শিশু পরিবারের বালিকাদের মধ্যে ইফতার বিতরণ করেছি, প্রতিবছরই আমরা তাদের মধ্যে উপহার দেই এবার রমজান মাস হওয়ায় আমরা তাদের ইফতার বিতরণ করেছি।