স্টাফ রিপোর্টার
দরবারে সুলতানুল আউলিয়া সুরেশ্বর দায়রা শরীফ, শরিয়ত পুরে কাজী নজরুল সুফি সোসাইটি ও সুরেশ্বর দরবার শরীফের উদ্যোগে এক সুফি মজলিস ও ইফতার মাহফিল ১৫ মার্চ ২০২৪, জুমাবার বিকেল ৪ ঘটিকায় অনুষ্ঠিত হবে। মহতি সুফি মজলিসে সভাপতিত্ব করবেন কাজী নজরুল সুফি সোসাইটির পৃষ্ঠ পোষক ও সম্মানিত উপদেষ্টা, ঐতিহ্যবাহী ও মহান সুরেশ্বর দরবার শরীফেরগদিনশীন পীর ও মুর্শিদ কেবলা, সুরেশ্বরী তরিকতের রূপকার, প্রবর্তক ও ঘোষক, শাহ মোজাদ্দেদ, আলহাজ্ব হযরত সাইয়্যেদ শাহ সুফি বেলাল নূরী আল সুরেশ্বরী (মাঃ জিঃ আঃ) প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ আশিক্বীনে আউলিয়া পরিষদ, প্রতিষ্ঠাতা চেয়ারম্যাবাবা জান সুরেশ্বরী( রহঃ) ট্রাষ্টি বোর্ড ও সুরেশ্বরী মিশন, সাবেক সভাপতি বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত।
সুফি মজলিসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কাজী নজরুল সুফি সোসাইটির কার্য নির্বাহী সভাপতি, আন্তর্জাতিক খ্যাতিমান দার্শনিক ও গ্লোবাল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য শাহসুফি প্রফেসর ডক্টর আনিসুজ্জামান, প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ ভারত সম্প্রীতি পরিষদ সভাপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় এর সাবেক উপ উপাচার্য , ১৪ দলের কেন্দ্রীয় নেতা, বরেণ্য নজরুল গবেষক প্রফেসর ডা শহিদুল্লাহ সিকদার,
সুফি মজলিসে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন কাজী নজরুল সুফি সোসাইটির সাধারণ সম্পাদক বিশিষ্ট রাজনীতিবিদ, গণমাধ্যম ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুহাম্মদ আতা উল্লাহ খান, মুল প্রসঙ্গ উপস্থাপন করবেন বিশিষ্ট নজরুল গবেষক, শিক্ষাবিদ ও রাস্ট্র চিন্তক বিদ্রহী The Nazrul Centre এর নির্বাহী পরিচালক, প্রফেসর ডক্টর শহীদ মনজু,
বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, লেখক, গবেষক ও সুফি স্কলার ডক্টর সাইয়েদ শাহ সুফি, মুক্তাদির নুরী আল সুরেশ্বরীর পরিচালনা ও উপস্থাপনায় অনুষ্ঠিতব্য সুফি মজলিসে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিদ্রোহী কবিতার শতবর্ষ উদযাপন জাতীয় কমিটির মহাসচিব ও জাতীয় মুক্তি জোটের চেয়ারম্যান ডক্টর শাহরিয়ার ইফতেখার ফুয়াদ,
গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব কাসেম মাসুদ, অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, বাংলা একাডেমির পরিচালক ডক্টর মুফতি সৈয়দ হারুন অর রশিদ, বাংলাদেশ পুলিশ এর সাবেক ডিআইজি বীরমুক্তিযোদ্ধা কবি মোঃ আনোয়ার হোসেন, বরেণ্য লেখক, গবেষক, অভিনেতা ও আইনজ্ঞ, এ্যাডভোকেট লুৎফুল আহসান বাবু, জাতীয় ভোক্তা অধিকার রক্ষা আন্দোলন এর মহাসচিব বিশিষ্ট সাংবাদিক জিয়াউল হক মিজান,
বিশিষ্ট কথা সাহিত্যিক ও গীতিকার ইসমাইল হোসেন ইসমী প্রমুখ
সুফি মজলিস ও ইফতার মাহফিলে শরিয়তের পুরের বরেণ্য জনদের মধ্যে উপস্থিত থাকবেন সৈয়দা ফরিদা রেজা নূর, সহ-সভাপতি, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ, জনাব এ কে এম শহীদুল হক
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), (বিপিএম), (পিপিএম) জনাব এম ফরিদ আল হোসাইন, অধ্যক্ষ, মজিদ জরিনা, ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ, ডাঃ আলমগীর মতি, চেয়ারম্যান, মর্ডান হারবাল গ্রুপ, অনল কুমার দে, সভাপতি, শরীয়তপুর প্রেসক্লাব, অ্যাডভোকেট হানিফ মিয়া, সভাপতি, শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি, প্রফেসর মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যক্ষ, সরকারি এম এ রেজা ডিগ্রি কলেজ, ভেদরগঞ্জ, শরীয়তপুর, প্রফেসর মোঃ আব্দুস সোবহান অধ্যক্ষ, সরকারি আব্দুর রাজ্জাক কলেজ, শংকর চন্দ্র বৈদ্য উপজেলা নির্বাহী অফিসার, নড়িয়া, শরীয়তপুর,মোঃ পারভেজ সহকারী কমিশনার (ভূমি),নড়িয়া, শরীয়তপুর
এছাড়াও দরবারের ভক্ত, স্থানীয় বিশিষ্টজন ও নজরুল প্রেমীগন উপস্থিত থাকবেন।
এছাড়াও কাজী নজরুল সুফি সোসাইটির নেতৃবৃন্দ সহ সম্মানিত অতিথিবৃন্দ দরবারের মসজিদে জুমার নামাজ আদায়, দরবার শরীফ জিয়ারত ও পরিদর্শন, মিলাদ ও দোয়ায় শরীক হবেন।