স্টাফ রিপোর্টার-
কুষ্টিয়ার ভেড়ামারায় বাংলাদেশ আওয়ামী লীগ ভেড়ামারা শাখা আয়োজিত ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আজ বিকেল ৪ টায় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে হানিফ এমপির সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়।
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সমাবেশে ভেড়ামারা
উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি
আলহাজ্ব রফিকুল আলম চুন্নু’র সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়ার উন্নয়নের রুপকার জননেতা মাহবুব উল আলম হানিফ এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ্ব সদর উদ্দীন খান, সভাপতি, বংলদেশ আওয়ামলী, কুষ্টিয়া জেলা শখা ও চেয়ারম্যান, জেলাপরিষদ, কুষ্টিয়া, বীর মুক্তিযোদ্ধা জনাব আজগর আলী, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, কুষ্টিয়া জেলা শাখা, কুষ্টিয়া, কুষ্টিয়া -২ ভেড়ামারা মিরপুর আসনের নবনির্বাচিত এমপি কামারুল আরেফিনসহ স্হানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথি জননেতা মাহবুব উল আলম হানিফ এমপি বলেন, ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে উৎসব মুখর সমাবেশে মন নেই। রায়টায় আগুনে পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্তদের জন্য ব্যথিত। ভেড়ামারার উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানান। এমপি কামারুল আরেফিন কে সাথে নিয়ে ভেড়ামারা মিরপুর এর উন্নয়ন করা হবে।
দীর্ঘ ১৫ বছর পর জননেতা মাহবুব উল আলম হানিফ এমপি নিজ এলাকায় আনুষ্ঠানিক ভাবে সমাবেশে উপস্থিত হওয়ায় সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়।
অনুষ্ঠান টি পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা।