শাহাবুদ্দিন মোড়ল , ঝিকরগাছা :
শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঝিকরগাছা বদরুদ্দীন মুসলিম (বিএম) হাইস্কুলের পক্ষে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য ডাঃ তৌহিদুজ্জামান তুহিনকে সংবর্ধনা প্রদান করেছেন।
শনিবার সকাল ১১টার সময় ঝিকরগাছা বদরুদ্দীন মুসলিম (বিএম) হাইস্কুলের আযোজনে স্কুল প্রাঙ্গণে ২য় ও ৩য় তলা একাডেমীর নতুন ভবনের উদ্বোধন ও কনফারেন্স রুমে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য ডাঃ তৌহিদুজ্জামান তুহিন। এসময় তিনি বলেন, আমি আপনাদের জনপ্রতিনিধি আমাকে সংবর্ধনা দেওয়ার জন্য ফুল ছিটিয়ে বা ফুলের তোড়া বেশি করে কেনার বা অধিক পরিমাণ খাবারের আয়োজন করা দরকার নেই। আর বিদ্যালয়ের শিক্ষার্থীদের রোদের মধ্যে দাঁড়িয়ে রাখা যাবে না, এটা থেকে শিক্ষার্থীদের শরীল খারাপ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমি আপনাদের জনপ্রতিনিধি, আমাকে আপনাদের সমস্যার কথা বলবেন আমি আমার সাধ্য মতে পূরণ করার চেষ্টা করবো।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ঝিকরগাছা বদরুদ্দীন মুসলিম (বিএম) হাইস্কুলের সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে ও ঝিকরগাছা বদরুদ্দীন মুসলিম (বিএম) হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদের স্বাগত বক্তব্যের মাধ্যমে বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম বাপ্পী, পৌর যুবলীগের আহবায়ক ও ঝিকরগাছা পৌরসভার কাউন্সিলর পরিষদের একরামুল হক খোকন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর জেসমিন সুলতানা, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মনিরুজ্জামান সোহাগ, যুবলীগ নেতা সাজ্জাত নুরুল হক বিন্তু, সাবেক জেলা ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন সোহাগ, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা ইলিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম জীবন,
স্কুলের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মাহমুদ মুকুল, শিক্ষক প্রতিনিধি বেনজির আহমেদ, আসাদুর রহমান, নাসরিন আখতার নয়ন, সহকারী প্রধান শিক্ষক নাজমুল আলম, সিনিয়র শিক্ষক নাজমা পারভিন, আব্দুস সোবাহান, আব্দুস সামাদ, শাহানারা খাতুন, হালিমা খাতুন মুক্তা, বাবুল হোসেন, মনিরা পারভিন, জাহিদ হাসানসহ স্কুলের, কোমলমতি শিক্ষার্থী, পৌর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক শেখ রাসেল, যুবলীগ নেতা মাহাবুর আলম রিপন সহ আরও অনেকে।
উল্লেখ্য অনুষ্ঠানের পূর্বে স্কুলের ২য় ও ৩য় তলা একাডেমীর নতুন ভবনের উদ্বোধন করেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য ডাঃ তৌহিদুজ্জামান তুহিন।