শাহাবুদ্দিন মোড়ল , ঝিকরগাছা :
যশোরের ঝিকরগাছায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ উপলক্ষে বৃহস্পতিবার (০৭ মার্চ) সকালে উপজেলা প্রশাসন, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি ঝিকরগাছা জোনাল অফিস, ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুল ও সামাদ মেমোরিয়াল চাইল্ড লার্নিং হোমস সহ আরো অনেক সংগঠনের উপস্থিতিতে উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধু ম্যুরালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে।
উপজেলা প্রশাসন, পল্লী বিদ্যুৎ সমিতি ঝিকরগাছা জোনাল অফিস ও ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুল সহ অফিস ক্যাম্পাস আলোকসজ্জা এবং সকালে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল, সহকারি কমিশনার (ভূমি) কেএম মামুনুর রশিদ, থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া, উপজেলা স্বস্থ্য পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রশিদুল আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঝিকরগাছা জোনাল অফিসের ডিজিএম টিএম মেসবাহ উদ্দিন, এজিএম মোঃ রুবেল রানা, ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ, সহকারী প্রধান শিক্ষক এএফএস সাজ্জাদুল আলম সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন শেষে স্কুলের হল রুমে আলোচনা ও শিক্ষার্থীদের মধ্যে ৭ই মার্চে ভাষণ অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও সময় উপজেলা প্রাঙ্গণে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ করেন উপজেলা প্রশাসন।
অপরদিকে সকাল ১১টার দিকে পৌরসদরের রেল স্টেশন সংলগ্ন সামাদ মেমোরিয়াল চাইল্ড লার্নিং হোমস নামের একটি কিন্ডারগার্টেন স্কুল ৭ই মার্চের ভাষণ উপলক্ষ্যে ৭ই মার্চের ভাষণ দেওয়া বঙ্গবন্ধুর প্রতিচ্ছবির উপর চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বই মেলার আয়োজন করেন। উক্ত আয়োজনে প্রধান অতিথি ছিলেন, ঝিকরগাছার গুণীজন, কৃতিসন্তান, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বরেণ্য কথা সাহিত্যিক ও গবেষক হোসেনউদ্দীন হোসেন। সামাদ মেমোরিয়াল চাইল্ড লার্নিং হোমস স্কুলের অধ্যক্ষ মাসুমা মিম’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কবি ও সাহিত্যিক টিপু সুলতান, সাইফুদ্দিন সাইফুল, হুমায়ুন কবির নয়ন, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, সামাদ মেমোরিয়াল চাইল্ড লার্নিং হোমস স্কুলের সিনিয়র শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, রওশনারা শিখা, শারমিন আফরোজ ইভা, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, সবুজ আক্তার, রঞ্জিত কুমার, রুমানা শারমিন, পারভিন আকতার, জাফরিন নাহার শান্তা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।