আবদুল্লাহ হক, বিশেষ প্রতিনিধি
সাতক্ষীরা জেলা আশাশুনি উপজেলার গোবিন্দপুর জামে মসজিদ ও গোবিন্দপুর আরর কাদাকাটি আদর্শ হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে….
এসময় উপস্থিত ছিলেন প্রধান বক্তা হাফেজ হযরত মাওঃ মোঃ মনিরুল ইসলাম জাফরী পূর্ব মেদিনীপুর, ভারত আন্তর্জাতিক বক্তা তিনি সুন্দরভাবে আলোচনা করেছিলেন,, জনসাধারণ মানুষের ঢল নেমেছে..
আরো উপস্থিত ছিলেন প্রধান অতিথি আলহাজ্ব এ.বি.এম. মোস্তাকিম চেয়ারম্যান, উপজেলা পরিষদ.. এবং আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি । এবং এস .এম.ওমর ছাকি পলাশ চেয়ারম্যান, কুল্যা ইউনিয়ন পরিষদ,ডা.মো. আব্দুল হাকিম সদস্য, জেলা পরিষদ সাতক্ষীরা, মোঃ সাজ্জাদুল হক টিটুল বিশিষ্ট সমাজসেবক, মোঃ মফিজুল হক মোড়ল সাবেক চেয়ারম্যান ,কাদাকাটি ইউপি, আলহাজ্ব খলিলুর রহমান বেগ, কাদাকাটি.. আলহাজ্ব মিয়ারাজ আলী
সভাপতি আরর মাদ্রাসা ।
এবং মোঃ বছির আহমেদ টুকু ইউপি সদস্য, মোঃ কাদের সানা ইউপি সদস্য, মোঃ আলমগীর হোসেন আঙ্গুর ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান কুল্যা ইউনিয়ন পরিষদ… মোঃ ইয়াকুব আলী বেগ ইউপি সদস্য, কাদাকাটি ইউপি, আলহাজ্ব মাস্টার আ. সাত্তার সাহেব কচুয়া, স্থানীয় নেতৃবৃন্দ ও সাংবাদিক উপস্থিত ছিলেন…..