বাকেরগঞ্জ( বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জে কৃষি ব্যাংকের ব্যাংকার- কাস্টমার সম্পর্ক ও গ্রাহক সেবা উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকটির মহেশপুর বাজার শাখার আয়োজনে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় মতবিনিময় সভায় শাখার দ্বিতীয় কর্মকর্তা মোঃ আল আমিনের সঞ্চালনায় ও ব্যবস্হাপক আরিফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের বরিশাল বিভাগীয় মহাব্যবস্থাপক মোহাঃ গোলাম মাহবুব, সন্মানিত অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা মোঃ আবু মাহামুদ, বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আঃ কাদের, নিয়ামতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: হুমায়ুন কবির,সৈয়দ আফসার আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আবু জাফর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল আবদিন প্রমুখ।
এছাড়াও এসময়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকেরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বরিশাল বিভাগীয় মহাব্যবস্থাপক মোহা: গোলাম মাহবুব বলেন,বাংলাদেশ কৃষি ব্যাংক গণমানুষের ব্যাংক, জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক বদ্ধ পরিকর।